।। বাক্ ১৩৩ ।। কবিতা : বিশ্বরূপ দে সরকার ।।




খেলা একটি ঋতু


আর্জি করে বলে দাও জাঁহাপনা, একটানা
রোমাঞ্চও মানছে না এমন লোলেগাঁও
হাসিখুশি এই ডিসেম্বরের পাঁজরা ভেদ করে
আমার সঙ্গে কি দেখা হবে কানের পাশে?
চুলের গোড়ায় এই আঙুলের প্রণীত গন্ধ,
আস্তে আস্তে ডুবে যাবে কামড়ের তলায়…
যখন আপেল চিৎকার করলেও জাহানারা সাড়া দেবে না
কুপিয়ে কুপিয়ে মাংস তুলবে শিকড় ধর্ম
তীব্র ছিঁড়ে যাবে; তবু প্রায় অবলুপ্ত চাঁদ, প্যাঁচা ও বাদুড়
ওড়াউড়ি করবে শীত এবং জড়তা; একমাত্র এই খেলার পর
সেক্স-পেয়ার শুনতে শুনতে অর্ধেক পিছিয়ে যাবে…

কেউ কেউ শ্বাসনালী ডিঙিয়েও এমন নিঃশ্বাস নেবে
যে তোমাকে ফোঁটা ফোঁটা খেলতেও দেবে না…

2 comments:

  1. শেষ দুটো লাইন ফাটাফাটি বিশ্বরূপ ।

    ReplyDelete
  2. দেখা হবে ? কানের পাশে ।।।।।

    लायाबाब !

    Breath taking. নিঃশ্বাস বন্ধ হয়ে গেল

    ReplyDelete