।। বাক্ ১৩৩ ।। কবিতা : মণিদীপা সেন ।।



কিশোর ও হাড়কাটা গলি


ধারকাটা ইস্পাতে কুসুমকুসুম নরুম গ্লিসারিন বার। মাইক্রোওয়েভ নয়

মাখনের চুল্লিতে কঠিন হয়ে যাচ্ছে ব্রেডস্টিক

পাহাড়ী শিরদাঁড়ার গাঁটে একটা একটা করে জ্বলে উঠছে হ্যালোউইন কুমড়োর তেকোনা চোখ। 

বেটোফেন ব্লেন্ডার
ঘনাচ্ছে 
ডিমসাদা ক্রিম

প্রচন্ড জাগছে রুপোলী ঢেউ, তার প্রতিবাত অতল থেকে তৈরি কাঁটা কাঁটা পথ 

পৌঁছে যাচ্ছে লবঙ্গবোঁটায়

সারা পৃথিবীর মোম গলে যাচ্ছে কিশোরটির সামনে। খুলে যাচ্ছে 
তার অস্থিমজ্জার গিঁট।

চাঁদ উঠছে 

চাঁদ উঠছে 

এক পুরুষাঙ্গের মুখে  
  




  

No comments:

Post a Comment