।। বাক্ ১৩৩ ।। কবিতা : রত্নদীপা দে ঘোষ ।।




আফসানা জোসেফ চট্টোপাধ্যায়


১৩

মানুষ কাঁদছে

দাঁড়ালে না মানুষের পাশে
সন্তান কাঁদছে বৃত্তাকারে, ক্ষুধার বাসিমুখ
দুধের কাঙাল

বোঁটাখানি ছোঁয়ালে না প্রাণে

মাটির ব্রেসিয়ার, দুধভাতের কুঠুরি
দরজাটি খুলে দিলেই হয়, দিলে না

আশিসবাণী ছোঁয়ালে না এ জন্মে
মানুষ কাঁদলো হৃদয়ে আঙুল জড়িয়ে

সামান্য আঙুল, তাও ধরলে না
হে হৃদয়-হরণ




১৪

যেদিকেই দেখি, মন্থনের জোয়ার  
দশ ঢেউ, প্রহরণের এক্কা। দৃশ্যময় ক্রুশ, ভুরু টানা কল্পচিত্রিতা
ইচ্ছে করে মন্দিরগাত্রের পাঁজর ঝরিয়ে, বিশ্বাস-অবিশ্বাসের আসবাব
ভেঙেচুরে পৌঁছে যাই এক দৌড়ে, যেখানে এক বাস্তু-কুমোর
চকচকে তৃণ ছেনে তৈরি করছে রক্ত চন্দন শ্বেত প্রবালের শিল্পকণা 

2 comments:

  1. রত্নদীপা, এবারে মাংসের গন্ধ যেন একটু কম-কম ।

    ReplyDelete
  2. এতো পুরোটাই রক্ত মাংস
    হা হুতাশও চিবোচ্ছে সেই বিগত পাঁজর

    ReplyDelete