তামাশার পৃথিবীতে
রোজ দেখি বিচারের প্রার্থনায়
নিহত মানুষেরা কাঁদে
তামাশার পৃথিবীতে আর একটা তামাশার
দিন শুরু হয়
মানুষের হিংস্রতাগুলি জেগে
উঠে
রাজনৈতিক জন্তু হয়ে
যায়
রক্তের পিপাসা তাদের
অথবা রক্তেরও অধিক পিপাসা
জীবনের ভেতরে বাহিরে অন্ধকার
অস্ত্রের ঝলক ওঠে, অথবা হত্যার গান
হাহাকার রোজ এসে মনুষ্যত্বের
ছায়া চায়
ছায়া নেই, শুধুই ছলনা
সভ্যতার শাখা-প্রশাখায় দোলে
বদলে যাওয়া চরিত্রের লোভী শকুনেরা
সন্ধ্যায় লণ্ঠন জ্বলছে এখনও
মা কাঁথা সেলাই করছে
বাবা ফিরে আসছে জ্যোৎস্নায়
আমার ভেতরের শিশুটি মায়ের পাশে
শুয়ে চাঁদ দেখছে
দূরের আকাশে আবছা ধূসর চাঁদের
বাড়ি
‘কে যাবি আয়
আমরা বনে যাই’
কে ডাকে?
জেগে উঠে দেখি
আমারই অতীতচারী ঘোর
নৈঃশব্দ্যের ভেতর তার পতাকা
উড়ায়
মেঘ নেমে আসছে, আবার একটি আষাঢ়
বউটি কি পদ্মাবতী হবে ?
মনে মনে আমি তবে জয়দেব হই
No comments:
Post a Comment