।। বাক্ ১৩৩ ।। কবিতা : অনিন্দ্য আনিস।।





স্বপ্নের দুহাত

ইদানীং দেয়াল ভেঙে যাচ্ছে

অন্ধ
এক আত্নজ বালিকার কাছে
অস্তমিত হলো আদিত্যের স্বপ্ন
সূর্য।

নীরব বংশ পতাকা।

অন্ধকারে হারিয়ে গেলো, হারিয়ে যাওয়ার---
স্বপ্নের রঙিন দু -হাত।


No comments:

Post a Comment