।। বাক্ ১৩৩ ।। কবিতা : সোনালী মিত্র ।।




ঘাতকের রক্ষিতা

প্রতিটি খুনের পর মাতৃ-পেটের উপর উবুড় হয়ে বসে রক্তআখরে লেখেন হত্যাসংখ্যা
আধপোড়া সিগার ক্লান্তিতে ঘাতক ছুরির সঙ্গে শুয়ে মাখেন নিহতবিদ্যার স্নান
আমি জানি, আমার বিষন্ন বৈদিকদেহ থেকে করতে থাকা ম্যাপেলপাতার ঘ্রাণে আপনি মুছতে আসবেন রক্তহাত 

যন্ত্রণাক্লিষ্ট  ক্ষুধার্ত একেশ্বর লিঙ্গকে আমার খুনি পেটের দিকে লেলিয়ে হয়তো বা বলবেন, ধারণ করার সহ্যক্ষমতা দেহে নয়, থাকে মনে
আসলে খুনিরও প্রেমভাব জাগে, দেহপ্রীতি রক্তের বিশুদ্ধ সন্তান

এই সময়টা আমরা কেউ কারোর চোখের দিকে তাকাই না
চোখ বন্ধ করলে যারা ভাবেন পৃথিবী ঘুমিয়ে আছে, এই সময়ে তাদের কথা মনে পড়ে
এই জীবন্ত ঘুমে তারা আমার রমণপ্রেমিক, লিঙ্গফুলে মরতে মরতে মৃত্যু আসে না তবু

এই অন্ধ- সঙ্গমে দুই বুক নিয়ে খেলতে খেলতে তীব্র উত্তেজনায় পরবর্তী খুনের ছকে মিলিয়ে নিচ্ছেন হিসেব জেনেও, আমরা কেউ কারুর দিকে তাকাই না

শয়তান জানে শুধু- অর্থ নয়, নিরাপত্তা নয়, মনের মধ্যে প্রত্যেকের খুনি সত্ত্বা থাকে, যে সত্ত্বা খুনিকেও দেহ মনের নিরাপত্তা দেয় ক্ষুৎপিপাসার....

1 comment: