।। বাক্ ১৩৩ ।। কবিতা : রাণা বসু ।।




ফুলের মধ্যে থেকে
অন্ততপক্ষে তিনটে রং
জানলার কাছে গলা বাড়িয়ে আছে।

ফুল-রং-জানলা
একটা ত্রিভুজের তিনটে বাহু

কাচের জানলার ওজন হিসাবে
ওটা ওই ত্রিভুজের ভূমি

আমি ওটার ভরকেন্দ্র থেকে
একটা সাদা ঘুড়ি ওড়াই
পিঠে লেখা থাকে
‘হিট ম্যান প্রো’



একটা দশ বাই বারো ফুট
ঘর আঁকছিলাম।
খাতার পাতার মাপ
আটাশ বাই কুড়ি সেমি

জানলাগুলো আর একটা দরজা এঁকেছি

কিছুতেই দরজার সোজা ভিতরের ঘরে রাখা
ঘড়িটা আঁকতে পারছি না।

আমার খোলা জুতো দুটো
দরজার বাইরে প্রত্যেকবার
ঘড়ির কাঁটার অবস্থানের সাথে মিলিয়ে
রাখার চেষ্টা করি।

তাতে ঘড়ি আঁকা না হোক
অন্তত সময়টা বুঝতে অসুবিধা হয় না

No comments:

Post a Comment