।। বাক্ ১৩৩ ।। কবিতা : মৃন্ময় ভৌমিক ।।




প্যাপিরাস

কবির প্রেমিকা কেউ হতে চায়না, তবু জোর করে 
ঠোঁটের কথা কেড়ে নিই, লিপস্টিক ফেলে রাখি...

কিছু চিমটি ভুলে যাওয়া নোখ এখন হাতের তালুতে
ছটফট করছে, কিছু খলবল, পুঁটি মাছের গায়ে
আলতা মাখিয়ে দিয়েছি বোতলের আদর, চোখের
কার্ণিশে নিয়ে বসে আছি, বুঝি, পিঠের উপরে ছিপ
ফেলে গেছে, তগি, বঁড়শির খোলোসের মধ্যে আস্ত
শহরের ঘুম ভাঙে, রেডিওর ভেতরে ফুটে ওঠে
ত্রিনয়ন, যেভাবে অনেক অন্ধকার ঘেঁটে হাত ঠেকে যায় কপালে।

অভিযোগতর হতে হতে মানুষ কাগজ হয়ে জন্মায়,
কিছু লেখে বা কিছু লেখার আশায় বসে থাকে!

2 comments: